টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত বারোটার দিকে টাঙ্গাইল শহরের জেলা সদর রোডে অবস্থিত তাঁর বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মুখ বাঁধা অবস্থায় ১০-১৫ জন দুষ্কৃতিকারী বাড়ির জানালায় পাটকেল নিক্ষেপ করে। এতে জানালার কাঁচ ভেঙে যায়। নিচতলার গ্যারেজে রাখা দুটি ব্যক্তিগত গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।
কাদের সিদ্দিকীর ব্যক্তিগত গাড়িচালক লিটন মিয়া বলেন, রাত বারোটার দিকে প্রায় ১৫-১৭ জনের একটি দল হঠাৎ হামলা চালায়। তারা বাসার জানালায় ঢিল ছোড়ে এবং দুই-তিনজন বাসার ভেতরে প্রবেশ করে। হামলাকারীদের বয়স আনুমানিক ১৫ থেকে ২০ বছরের মধ্যে। এ সময় কাদের সিদ্দিকী নিজেই বাসায় অবস্থান করছিলেন।
এ ঘটনায় ভাঙচুরের শিকার হয়েছে কাদের সিদ্দিকীর দুটি গাড়ি।
ঘটনার পর কাদের সিদ্দিকী আজ দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছেন।



