স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমাদের ব্যর্থতা জোরে প্রচার করা হয়, অথচ সফলতা তেমনভাবে প্রচার করা হয় না। তিনি উল্লেখ করেছেন, দেশে এখনো দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণে পুরোপুরি সফল হওয়া যায়নি।
রোববার সকালে রাজধানীর রাজারবাগে নির্বাচন বিষয়ক পুলিশের প্রশিক্ষণ উদ্বোধনকালে তিনি এসব মন্তব্য করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর প্রভাব থেকে পুলিশকে সম্পূর্ণভাবে দূরে রাখতে হবে। নির্বাচনের আগে পুলিশদের লটারির মাধ্যমে বদলি করা হবে।
তিনি আরও বলেন, ধৈর্য ও মাথা ঠাণ্ডা রেখে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সকল বিষয় মোকাবিলা করতে হবে। আমাদের কাজ যত স্বচ্ছ হবে, সাধারণ জনগণের কাছে আস্থা তত বৃদ্ধি পাবে। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে এবং ২৪, ১৮ সালসহ অতীতের বাজে নির্বাচনগুলোর কথা ভোলা যাবে।
উল্লেখ্য, জাহাঙ্গীর আলম চৌধুরী ফ্যাসিস্টদের তালিকা প্রত্যেক থানায় রাখা হয়েছে বলেও জানান। তিনি জানান, এই দোষীদের মধ্যে অনেকেই জামিনে ছাড়া পেয়ে পুনরায় অপরাধ করছে। তাই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।



