শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeরাজনীতিবিএনপিবিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফতুল্লায় ফ্রি মেডিকেল ক্যাম্প

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফতুল্লায় ফ্রি মেডিকেল ক্যাম্প

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় এনায়েতনগর ইউনিয়নের ইউনাইটেড ক্লাবে এই ক্যাম্প শুরু হয়।

ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি শাহ আলম এর তত্ত্বাবধানে এবং আফিয়া জালাল ফাউন্ডেশনজাননাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে অনুষ্ঠিত ক্যাম্পে মোট ১৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা প্রদান করেন।

মেডিকেল ক্যাম্পের প্রধান সমন্বয়ক আরাফাত ইসলাম জিতু জানান, ক্যাম্পে স্ত্রী রোগ, মেডিসিন, ক্যান্সার, চর্মরোগসহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন। চিকিৎসকরা দুই শিফটে সন্ধ্যা ৬টা পর্যন্ত রোগীদের সেবা দেবেন। প্রত্যেক রোগীকে চিকিৎসা পত্র প্রদান এবং কিছু ওষুধ বিনামূল্যে দেওয়া হবে। এছাড়া প্রয়োজন অনুযায়ী রোগীদের আফিয়া জালাল ডায়াগনস্টিক সেন্টারে ৫০ শতাংশ ছাড়ে পরীক্ষা করার সুযোগ থাকবে এবং রিপোর্ট বিনামূল্যে দেখানো হবে।

ক্যাম্পের উদ্যোক্তা শাহ আলম বলেন, “দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। প্রত্যেক ইউনিয়নে আমাদের এই ধরনের ক্যাম্প হবে। সমাজের মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের পাশে থেকে তাদের সেবা করাই আমার লক্ষ্য।” এর আগে, ৫ আগস্ট ফ্যাসিবাদ মুক্ত দিবস ও নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তিনি ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পান্না, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এম এ আকবর, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্বাস আলী বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রিপন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাহের মোল্লা, ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য শাহজাহান আলী, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আহ্বায়ক আরিফুল ইসলাম টিটু, কাশীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি আমিরুল ইসলাম প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments