বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন। তিনি এই তথ্য জানিয়েছেন শনিবার পূর্বালী ব্যাংক কর্মচারী সংঘের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে।
ডা. জাহিদ হোসেন বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিরোধ করা হবে। পতিত স্বৈরাচার পেছন দিক দিয়ে এসে জনগণের অধিকার হরণ করার পাঁয়তারা করছে। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে যারা বিশ্বাসী নয়, তারা বিভিন্ন ষড়যন্ত্র করছে।” তিনি সকলকে চলমান ষড়যন্ত্র রুখতে সতর্ক থাকার আহ্বান জানান।
এসময় তিনি আরও বলেন, পিআর (প্রার্থী নির্ধারণ) পদ্ধতির বিষয়ে বেআইনি আবদারের প্রতি মনোযোগী হওয়া উচিত। “সংবিধান ইচ্ছে করলেই ডাস্টবিনে ফেলে দেওয়া যায় না। আবেগী না হয়ে জনগণের আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করতে হবে।”



