শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeশিক্ষাশেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত ডাকসু প্রার্থীরা, ভোটের দিন মঙ্গলবার

শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত ডাকসু প্রার্থীরা, ভোটের দিন মঙ্গলবার

আজ রবিবার রাত ১০টায় শেষ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তে প্রার্থীরা শিক্ষার্থীদের দ্বারে দ্বারে ছুটে প্রতিশ্রুতি ও কর্মপরিকল্পনা তুলে ধরছেন।

শনিবার ক্যাম্পাসে প্রচারণা মূলত হলকেন্দ্রিকভাবে পরিচালিত হয়েছে। ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান হাজী মুহম্মদ মহসিন হলে বলেন, “অতীতের অপরাজনীতির সংস্কৃতি ফেলে সুস্থ ও একতার রাজনৈতিক চর্চা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নারী বা পুরুষ হিসেবে নয়, একজন মানুষ হিসেবে গণ্য করাই আমাদের মূল লক্ষ্য।” তিনি নির্বাচিত হলে নারী হেনস্তা রোধে বিশেষ সেল গঠনেরও ঘোষণা দেন।

স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা হলের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি নারী ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগের কথা তুলে ধরেন। উমামা ফাতেমা বলেন, “আমরা আশা করি মেয়েরাও গণহারে ভোট দিতে আসবে। এ বিষয়টি উৎসাহিত করছি।”

অমর একুশে হলে ছাত্রদলের প্রার্থীরা এস এম ফরহাদ ও আবু বাকের মজুমদার শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন এবং সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেন। বিকেলে মধুর ক্যান্টিনে স্বতন্ত্র এজিএস প্রার্থী তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী অভিযোগ করেন যে বিশ্ববিদ্যালয়ের আচরণ ও নির্বাচনী পরিবেশে স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে বৈষম্য হচ্ছে।

ছাত্রদলও চিফ রিটার্নিং অফিসারের কাছে ভোট ও পরিবেশ সংক্রান্ত অভিযোগপত্র জমা দিয়েছে।

প্রচারণার শেষ পর্যায়ের পর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)। প্রার্থীরা ও শিক্ষার্থীরা প্রত্যাশা করছেন, এবারের ডাকসু নির্বাচন হবে সুষ্ঠু, সুন্দর ও দৃষ্টান্তমূলক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments