শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeসর্বশেষত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি: পুলিশের জন্য বিশেষ প্রশিক্ষণ শুরু

ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি: পুলিশের জন্য বিশেষ প্রশিক্ষণ শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের জন্য আজ রবিবার থেকে বিশেষ প্রশিক্ষণ শুরু হয়েছে। রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশদের আইনশৃঙ্খলা বজায় রাখতে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, “২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন প্রক্রিয়া ভুলে গিয়ে স্বচ্ছ ও ধৈর্যপূর্ণভাবে জনগণের আশা পূরণের চেষ্টা করতে হবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের প্রতি বলেন, রাজনৈতিক দলের সঙ্গে কোন প্রকার যোগসাজশ না রেখে, আইনি প্রক্রিয়া মেনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি উল্লেখ করেন, কাজের স্বচ্ছতা বাড়লেই সাধারণ জনগণের মধ্যে পুলিশে আস্থা বৃদ্ধি পাবে।

প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আগামী জাতীয় নির্বাচনকে নিরাপদ ও সুষ্ঠু করতে দেড় লাখের বেশি পুলিশ সদস্যকে প্রস্তুত করা হবে। পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) কাজী জিয়া উদ্দিন জানান, “একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে।”

দেশজুড়ে ১৩০টি ছোট ও চারটি বড় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন সংক্রান্ত প্রশিক্ষণ দেয়া হবে। এছাড়া প্রশিক্ষণের অংশ হিসেবে দুইটি প্রামাণ্যচিত্র এবং একটি বুকলেটও তৈরি করা হয়েছে। এ প্রামাণ্যচিত্রগুলোর মধ্যে একটি ১৫ মিনিটের অডিও-ভিজুয়াল কনটেন্ট এবং একটি ৯ মিনিটের ফিল্ম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments