শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeসর্বশেষবাংলাদেশে বিদেশি পর্যটক থেকে আয় কমেছে ১ কোটি ৩০ লাখ ডলার

বাংলাদেশে বিদেশি পর্যটক থেকে আয় কমেছে ১ কোটি ৩০ লাখ ডলার

দেশের পর্যটন খাতে মন্দা দেখা দিয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, এক বছরে বিদেশি পর্যটকেরা বাংলাদেশে খরচ করেছেন ১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার কম। বর্তমান বিনিময় মূল্যে এর পরিমাণ প্রায় ১৫৯ কোটি টাকা।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালে বাংলাদেশ বিদেশি পর্যটক থেকে ৪৫ কোটি ৩০ লাখ ডলার আয় করেছিল। ২০২৪ সালে এই আয় কমে দাঁড়িয়েছে ৪৪ কোটি ডলারে। মূলত বিদেশি পর্যটক আসা কমে যাওয়ায় থাকা, খাওয়া ও ঘোরাঘুরি বাবদ আয়ও কমেছে।

দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে তুলনা করে বলা হয়েছে, ভারতে সবচেয়ে বেশি বিদেশি পর্যটক ভ্রমণ করেন। প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা ও মালদ্বীপের পর্যটন খাতও বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) তথ্য অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশে মোট ১৬ লাখ ৪০ হাজার পর্যটক ভ্রমণ করেছিলেন, যার মধ্যে বিদেশি পর্যটকের সংখ্যা ছিল মাত্র ২ লাখ ৯০ হাজার।

বিশেষজ্ঞরা মনে করছেন, দেশি পর্যটক বেশি হলেও বিদেশি পর্যটকের কম আগমন দেশের পর্যটন আয়ের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments