প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অনাবাসিক শিক্ষার্থীদের ভোটের গুরুত্ব তুলে ধরে ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মেঘমল্লার বসু বলেছেন, “আপনারা ভোট দিতে এলেই গোটা ইকুয়েশন বদলে যাবে। স্বাধীনতাবিরোধীরা কোনো পোস্টেই জিততে পারবে না।”
রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মেঘমল্লার বলেন, “আজকে প্রচারণার শেষ দিন। এক অদ্ভুত সময়ের মধ্য দিয়ে প্রচারণা শেষ করছি। আমার এই উপস্থিতি যদি সহযোদ্ধাদের মনে একটুও প্রেরণা জোগায়, তবে এটাই আমার সার্থকতা।”
ভোটারদের উদ্দেশে তিনি আরও বলেন, “যারা আমাকে ভোট দেবেন না, তাদের নতুন করে কিছু বলার নেই। কিন্তু যারা আমাকে পছন্দ করেন, অথচ সন্দিহান, তাদের বলব—আমি চেষ্টা করেছি প্রতিটি মানুষের কাছে পৌঁছাতে। শারীরিক অক্ষমতার কারণে শেষ পাঁচ দিনে তা সম্ভব হয়নি। তবে দয়া করে এ কারণে ভোট থেকে বঞ্চিত করবেন না।”
তিনি দাবি করেন, অনাবাসিক শিক্ষার্থীদের অংশগ্রহণই ডাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল নির্ধারণে মুখ্য ভূমিকা রাখবে।



