নাগরিকদের সুবিধা নিশ্চিত করা এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের নামে প্রতারণার সুযোগ বন্ধ করতে নতুন নীতিমালা প্রণয়ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই নীতিমালা অনুযায়ী, একই মোবাইল নম্বর থেকে সর্বোচ্চ ৪টি আবেদন করা যাবে। এর বেশি আবেদন করার চেষ্টা হলে প্রক্রিয়াটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
এছাড়া, হারানো এনআইডি উত্তোলনের ক্ষেত্রে সাধারণ ডায়েরি (জিডি) জমা দেওয়ার বাধ্যবাধকতা বাতিল করা হয়েছে, যা নাগরিকদের জন্য বড় ধরনের স্বস্তি বয়ে আনবে।
ইসি সূত্র জানায়, এনআইডি সংশোধন ও পুনঃউত্তোলনের ক্ষেত্রে প্রতারণা চক্রের ধারা বন্ধ করতে এই নীতিমালা অপরিহার্য। বহু আবেদনকারীর মোবাইল নম্বর প্রকৃত ব্যক্তির নয়; এতে করে প্রতারকরা বিভিন্ন অজুহাতে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করত। নতুন নিয়মে এই সুযোগ বন্ধ হবে।
ডিজি এএসএম হুমায়ুন কবির বলেন, “এ নীতিমালার মাধ্যমে নাগরিকদের ভোগান্তি কমানো হবে এবং প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরাপদ করা সম্ভব হবে। এনআইডি সংশোধন, জন্মতারিখ সংশোধন, ঠিকানা স্থানান্তর, হারানো কার্ড উত্তোলন এবং ভোটার হওয়ার কার্যক্রম আরও সহজ হবে।”
নতুন নীতিমালা কার্যকর হলে, নাগরিকরা সহজ ও নির্ভরযোগ্যভাবে তাদের এনআইডি সংশোধন এবং পুনঃউত্তোলনের সুবিধা পাবেন।



