ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার চালানো একদিনের রেকর্ড ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে নতুন ও কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নেবার ঘোষণা দিয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় কিয়েভের সরকারি ভবনসহ বহু স্থাপনা ধ্বংস হয়েছে এবং অন্তত চারজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে।
নিউজ ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, “আমি পুরো পরিস্থিতি নিয়ে মোটেই সন্তুষ্ট নই। এটি মানবতার এক ভয়াবহ অপচয়। সেখানে যা ঘটছে তাতে আমি মোটেও সন্তুষ্ট নই। তবে আমি বিশ্বাস করি, এই সমস্যার দ্রুত সমাধান হবে।”
রাশিয়ার হামলার মাত্রাতিরিক্ত আকারের দিকে ইঙ্গিত করে ট্রাম্প উল্লেখ করেন, কিয়েভে রাতভর রেকর্ড ৮১৮টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, যা একদিনে চালানো সবচেয়ে বড় হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।
ট্রাম্পের বক্তব্যে স্পষ্ট হয়েছে, রাশিয়ার অর্থনীতি এবং আন্তর্জাতিক চাপ আরও বৃদ্ধি করার জন্য আগামী দিনে নতুন নিষেধাজ্ঞার ধাপ নেওয়া হতে পারে, যদিও তিনি এর বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করেননি।



