ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ৩৮তম নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ভোট গ্রহণ চলছে।
এবারের নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ১৮ হাজার ৯৫৯ এবং ছাত্র ২০ হাজার ৯১৫। কেন্দ্রীয় সংসদের ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ৪৫ জন, জিএস পদে ১৯ জন। আর হল সংসদের ২৩৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১,০৩৫ জন প্রার্থী।
ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শিক্ষার্থীরা জানাচ্ছেন, এবার প্রার্থীরা সৌহার্দ্যপূর্ণভাবে প্রচারণা চালিয়েছেন। তবে নির্বিঘ্ন ভোট আয়োজন নিশ্চিত করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাত প্রবেশপথ গত রাত থেকে ৩৪ ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছে। ক্যাম্পাসে পুলিশ, র্যাবের পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন রয়েছে।
ভোট নেওয়া হচ্ছে ওএমআর শিটে। ভোট গণনা শেষে ফলাফল এলইডি স্ক্রিনে দেখানো হবে। নির্বাচন কমিশনের আশা, ভোট শেষ হওয়ার চার ঘণ্টার মধ্যেই ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।



