ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার সকাল ৮টায় শুরু হয়েছে। নির্বাচন শুরুর সাথে সাথেই সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নির্বাচনের প্রতি উদযাপন প্রকাশ করেছেন।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, “ডাকসুর মাধ্যমে ইলেকশনের ট্রেনে উঠে গেলো বাংলাদেশ। এরপর চলে আসবে জাতীয় নির্বাচনের ট্রেন। সবাইকে নির্বাচন মোবারক!”
এছাড়া তিনি মন্তব্য করেছেন, “যে ভোট রাতেই করে ফেলা যায় সেটা দিন পর্যন্ত রাখা হলো কেন? সময়ের কাজ সময়ে না করা এই জাতির বড় দুর্বলতা।”
মোস্তফা সরয়ার ফারুকী তার স্ট্যাটাসে দেশীয় রাজনৈতিক প্রেক্ষাপট ও নির্বাচনের গুরুত্বকেও উল্লেখ করেছেন।



