শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeজাতীয়চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় বেড়েছে প্রাণহানি, ৮ মাসে নিহত ৩৯৮

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় বেড়েছে প্রাণহানি, ৮ মাসে নিহত ৩৯৮

চট্টগ্রাম নগরীতে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ৩৯৮ জন নিহত এবং অন্তত ৬১১ জন আহত হয়েছেন। গত বছরের তুলনায় দুর্ঘটনার হার ১০ শতাংশ বেড়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, দুর্ঘটনার প্রধান কারণ হলো অদক্ষ ও মাদকাসক্ত চালক, ফিটনেসবিহীন গাড়ি, এবং যাত্রীবাহী গাড়ির বেপরোয়া গতি। বিশেষ করে বাস থেকে নামার সময় এবং রাস্তা পারাপারের সময় অনেক দুর্ঘটনা ঘটছে।

সম্প্রতি নগরীর দুই নম্বর গেটে সিটি সার্ভিসের একটি বাসের চাপায় শিক্ষিকা তানজিবা সাইফুল তিশমা মারা গেছেন। এছাড়া লালখানবাজার, বায়েজিদ ও আউটার রিং রোডে বাসের চাপায় আরও কয়েকজন নিহত হয়েছেন।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, নগরে ৩৮১টি দুর্ঘটনায় অর্ধেকের বেশি দুর্ঘটনার কারণ চালকের অদক্ষতা ও অবহেলা। তারা দাবি করেছেন, অদক্ষ চালক ও ফিটনেসবিহীন গাড়ি নিয়ন্ত্রণ করতে আরও সচেতনতা বাড়াতে হবে।

চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ জানায়, নিয়মিত বেপরোয়া চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। গাড়ি জব্দ, জরিমানা এবং সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। তবে সরকারি ও বেসরকারি সংস্থার দেওয়া তথ্যের মধ্যে কিছু পার্থক্যও রয়েছে।

নগরবাসী মনে করছেন, চালক নিয়োগে দক্ষতা বাড়ানো এবং ফিটনেসবিহীন গাড়ি সড়কে নামানো বন্ধ করা গেলে দুর্ঘটনার সংখ্যা কমানো সম্ভব।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments