ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সানজিদা আহমেদ তন্বী। জুলাই আন্দোলনের পরিচিত মুখ তন্বী ১১ হাজার ৭৭৭ ভোট পেয়েছেন।
সিনেট ভবনে বুধবার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন।
ভিপি পদে জয়ী হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের মো. আবু সাদিক (সাদিক কায়েম), ১৪ হাজার ৪২ ভোট নিয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট।
জিএস পদে নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের এস এম ফরহাদ, ১০ হাজার ৭৯৪ ভোট নিয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী হামীম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট।
এজিএস পদে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্যানেলের মহিউদ্দিন খান, ১১ হাজার ৭৭২ ভোট নিয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫ হাজার ৬৪ ভোট।
মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে রাত পৌনে ২টা থেকে ধাপে ধাপে ফল ঘোষণা শুরু হয়। ভোটগ্রহণ সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলেছে। বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে মোট ৮১০ বুথে ভোটগ্রহণ করা হয়। প্রায় ৪০ হাজার শিক্ষার্থী ভোটার হিসেবে তালিকাভুক্ত ছিলেন। কেন্দ্রীয় সংসদে ২৮টি ও হল সংসদে ১৩টি পদে শিক্ষার্থীরা ভোট দিয়েছেন।



