স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে প্রশাসনের পক্ষপাতমূলক ভূমিকা এবং ছাত্রশিবিরকে ভোট জালিয়াতিতে সহযোগিতার অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বামজোট–সমর্থিত ‘সংশপ্তক পর্ষদ’ প্যানেল।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,
১. ১৫ নম্বর ছাত্রী হলে ছাত্রীসংস্থার মেয়েদের জাল ভোট দেওয়ার ঘটনা ঘটেছে। এ কেন্দ্র থেকে পূর্ণ করা ব্যালটও উদ্ধার করা হয়েছে।
২. শহীদ সালাম বরকত হলে ভোটার সংখ্যা ২৯৯ হলেও সেখানে ৪০০টি ব্যালট পেপার পাওয়া গেছে।
৩. ভোটার তালিকায় ছবি সংযুক্ত না থাকায় বহিরাগতরা ভোট দিয়েছে—রফিক-জব্বার হলে এর প্রমাণ মিলেছে।
৪. প্রতিটি হলে বিভিন্ন সংগঠনের বহিরাগতদের অবস্থান লক্ষ্য করা গেছে।
৫. বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ স্পষ্ট হয়েছে, পাশাপাশি আরও নানা অনিয়ম ঘটেছে।
সংশপ্তক পর্ষদের দাবি, এসব অনিয়মের কারণে নির্বাচন আর গ্রহণযোগ্য থাকেনি, তাই তারা ভোট থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছে।



