প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে শেষ পর্যন্ত থাকার ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত প্যানেল। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এক প্রতিক্রিয়ায় প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মাজহারুল ইসলাম এ ঘোষণা দেন।
মাজহারুল ইসলাম বলেন, “ভোট বয়কট করা ছাত্রদলের গণতান্ত্রিক অধিকার, তারা সেটা করতেই পারে। তবে শেষ পর্যন্ত আমরা নির্বাচনে থাকব।”
এর আগে নানা অভিযোগ তুলে ছাত্রদল–সমর্থিত প্যানেল জাকসু ও হল সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। দুপুর সাড়ে ৩টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান এ ঘোষণা দেন।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এবারের নির্বাচনে জাকসুর ২৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৭৯ জন প্রার্থী। পাশাপাশি ১১টি ছাত্র হল ও ১০টি ছাত্রী হলে মোট ৩১৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৬৭ জন প্রার্থী। বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে মোট ভোটার ১১ হাজার ৯১৯ জন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১০২ ও ছাত্রী ৫ হাজার ৮১৭ জন।



