শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeরাজনীতিপিআরসহ ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলনের কর্মসূচি ঘোষণা

পিআরসহ ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলনের কর্মসূচি ঘোষণা

ই-নিউজ ডেস্ক │ প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের আমির মুফতি সৈয়দ মুহম্মাদ রেজাউল করীম এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, দেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসন এবং গণতন্ত্রকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য অবিলম্বে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে এবং নির্বাচন অবশ্যই পিআর বা প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে হতে হবে। তিনি আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে আন্দোলন কর্মসূচি চলবে এবং প্রয়োজনে এ কর্মসূচি ক্রমান্বয়ে কঠোর থেকে কঠোরতর রূপ নেবে। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে উপস্থাপিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, পিআর পদ্ধতির বাস্তবায়ন, সুষ্ঠু নির্বাচনের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাঁবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার করে বিচার চলাকালীন সময়ে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা। আমির মুফতি রেজাউল করীম বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সমমনা ইসলামী দলগুলোর সঙ্গে যুগপৎ আন্দোলনে রয়েছে এবং এ দাবিগুলো বাস্তবায়ন ছাড়া দেশে স্থায়ী শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা সম্ভব নয়। এ লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে যার মধ্যে রয়েছে ১৮ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল, ১৯ সেপ্টেম্বর সব বিভাগীয় শহরে বিক্ষোভ এবং ২৬ সেপ্টেম্বর সারাদেশের জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল। তিনি আশা প্রকাশ করেন যে জনগণ তাদের ন্যায্য দাবির পক্ষে মাঠে নেমে এই আন্দোলনকে সফল করবে এবং সরকার জনগণের দাবির প্রতি সাড়া দিতে বাধ্য হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments