আজ রোববার শুভ মহালয়া। এ দিন থেকেই শুরু হলো শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ সারা দেশের মন্দিরগুলোতে মহালয়ার অনুষ্ঠান পালিত হচ্ছে।
মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়। সকাল ছয়টা থেকে সাতটা পর্যন্ত ঢাকেশ্বরী মন্দিরে মহালয়া অনুষ্ঠিত হয়। এরপর হয়েছে তিল-তর্পণ ও ঘট স্থাপন। এ বছর দেবী দুর্গা গজে (হাতি) চড়ে আসবেন, আর বিদায় নেবেন দোলায় (পালকি)।
আগামী ২৮ সেপ্টেম্বর দুর্গাষষ্ঠীর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দুর্গাপূজা শুরু হবে। এরপর ২৯ সেপ্টেম্বর মহাসপ্তমী, ৩০ সেপ্টেম্বর মহাঅষ্টমী, ১ অক্টোবর মহানবমী এবং ২ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে দুর্গাপূজা আয়োজনের প্রস্তুতি চলছে। গত বছর এই সংখ্যা ছিল ৩১ হাজার ৪৬১। শুধু ঢাকায় এবার ২৫৮টি মণ্ডপে পূজা হবে।
অন্তর্বর্তী সরকার এ বছর দুর্গাপূজার জন্য ৫ কোটি টাকা অনুদান দিয়েছে। প্রতিটি মণ্ডপে ৫ হাজার থেকে ১৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে।
ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে প্রতিমার মাটির কাজ শেষ হয়েছে। এখন চলছে রং ও সাজসজ্জার কাজ।



