জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশক পর আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে এ নির্বাচন। বুধবার রাতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৮ অক্টোবর নির্বাচন কমিশন গঠন করা হবে। পরবর্তী ১১ দিনের মধ্যে তফসিল ঘোষণা, ভোটার তালিকা প্রণয়ন, মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের পর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে অফিসিয়াল ফলাফলও ঘোষণা করবে নির্বাচন কমিশন।
২০০৫ সালে প্রতিষ্ঠার পর থেকে জবিতে কোনো ছাত্র সংসদ নির্বাচন হয়নি। দীর্ঘ আন্দোলন ও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এ বছর প্রথমবারের মতো জকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করল বিশ্ববিদ্যালয় প্রশাসন।



