সংবাদ প্রতিবেদন
ভারত–পাকিস্তান ম্যাচ পরবর্তী হাত না মেলানো বিতর্ক ঘিরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরানোর দাবি জানালেও তা নাকচ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ফলে পাকিস্তান–সংযুক্ত আরব আমিরাত ম্যাচেও দায়িত্ব পালন করবেন পাইক্রফটই।
আইসিসি জানায়, ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের সঙ্গে হাত মেলাননি, এর জন্য পাইক্রফট দায়ী নন। তবে পিসিবি বিষয়টি নিয়ে আইসিসির সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগের খবর অস্বীকার করেছে।
এশিয়া কাপে মাঠের লড়াইয়ে না হলেও টস ও ম্যাচ শেষে করমর্দন না করার ঘটনাই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পাকিস্তান অধিনায়ক সালমান আগার সঙ্গে টসের সময় হাত মেলাননি ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। ম্যাচ শেষে ভারতীয় খেলোয়াড়রাও পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে সৌজন্যমূলক করমর্দন এড়িয়ে যান।
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি অভিযোগ করেন, পাইক্রফট নাকি টসের সময় অধিনায়কদের করমর্দন না করার পরামর্শ দিয়েছিলেন। তবে এর প্রমাণ এখনও মেলেনি। অন্যদিকে সূর্যকুমার যাদব জানিয়েছেন, পেহেলগাম হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতেই তারা এভাবে প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং জয় উৎসর্গ করেছেন নিহতদের পরিবার ও ভারতীয় সেনাবাহিনীকে।



