ই নিউজ ডেস্ক | ২৪ সেপ্টেম্বর ২০২৫, বুধবার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম বলেছেন, নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর আওয়ামী লীগ সন্ত্রাসীদের ডিম নিক্ষেপ শুধু ব্যক্তিগত আঘাত নয়, বরং ২৪-এর গণঅভ্যুত্থানের সম্মান ভূলুণ্ঠিত করেছে। বুধবার দুপুরে নীলফামারী জেলা জামায়াত আয়োজিত আল-হেলাল একাডেমিতে দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, শেখ হাসিনা দেশে যেমন ফ্যাসিবাদ কায়েম করেছেন, বিদেশেও বাংলাদেশের ভাবমর্যাদা ক্ষুণ্ন করেছেন। সংস্কার ছাড়া নির্বাচন হলে সেটিও ১৪, ১৮ ও ২৪ সালের মতো প্রহসনে পরিণত হবে। তিনটি নির্বাচনে প্রায় ৪ কোটি তরুণ ভোট দিতে পারেনি। আগামীর নির্বাচন অবশ্যই উৎসবমুখর পরিবেশে সবার ভোটাধিকার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, ডাকসু নির্বাচনে ৮০ ভাগ ভোট পড়েছে, যা জাতীয় নির্বাচনের জন্যও প্রত্যাশিত। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য ও ফ্যাসিবাদী প্রবণতা ঠেকানো সম্ভব হবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সৎ ও চরিত্রবান মানুষ প্রয়োজন এবং ভোটারদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাওয়ার আহ্বান জানান তিনি।
কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মমতাজ উদ্দীন, মুহাম্মদ আব্দুর রশিদ, মাওলানা আব্দুস সাত্তার, ড. খায়রুল আনাম ও এডভোকেট আল ফারুক আব্দুল লতিফ। বক্তব্য দেন প্রভাষক ছাদের হোসেন, আব্দুল কাদিম, মনিরুজ্জামান জুয়েল প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, মনিরুজ্জামান মন্টু ও মাওলানা আবু হানিফা শাহ।



