শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeধর্মদুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বিএনপি’র যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্সের

দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বিএনপি’র যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্সের

ই নিউজ ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫

হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে উদযাপনের আহ্বান জানিয়েছেন বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ডাকবাংলো হলে উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে পূজার প্রস্তুতি বিষয়ে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

এ সময় তিনি বলেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতায় এবং ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে বিশ্বাসী। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধর্ম, বর্ণ, ভাষা, সংস্কৃতি নির্বিশেষে সকল মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ দেশ ও জাতি গড়তে চান।”

তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার প্রতি তারেক রহমানের পাশে থেকে সহযোগিতার আহ্বান জানান।

পরে ধোবাউড়া মহিলা ডিগ্রি কলেজে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন ও ইউনিয়ন বিএনপির যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমরান সালেহ প্রিন্স। সেখানে তিনি নেতাকর্মীদের আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন.“প্রতিটি আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকতেই পারেন, তবে সার্বিক বিবেচনায় দল একজনকেই মনোনয়ন দেবে এটাই স্বাভাবিক। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে বিভেদ ও দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তারেক রহমানের নির্দেশনা তুলে ধরে তিনি আরও বলেন, “যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে—সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তাঁর সিদ্ধান্ত ও নির্দেশনা অমান্য করে দল পরিচালনার কোনো সুযোগ নেই। তাই তাঁর সিদ্ধান্তই বিএনপি’র প্রতিটি নেতাকর্মীর কাছে শিরোধার্য।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments