ঢাকা, ২৬ সেপ্টেম্বর ২০২৫:
রাজধানীর তুরাগ এলাকা থেকে নিখোঁজ হওয়া মাওলানা মামুনুর রশীদকে নিখোঁজের চারদিন পর নারায়ণগঞ্জের পূর্বাচল এলাকায় পাওয়া গেছে। স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে মসজিদে নিয়ে গেলে পরে পুলিশ এসে হাসপাতালে ভর্তি করে।
মাওলানা মামুন জানান, ফজরের নামাজের পর হাঁটার সময় রিকশায় থাকা তিনজন ব্যক্তি তাকে কাঁচাবাজারে চাঁদাবাজির বিষয়ে কিছু কথা বলতে ডেকে নিয়ে যায়। এরপর একটি মাইক্রোবাসে করে তাকে তুলে নেওয়া হয়। গাড়িতে থাকা ব্যক্তিরা তাকে একটি ছবি দেখিয়ে চিনতে বলেন। এরপর তিনি অজ্ঞান হয়ে পড়েন।
জ্ঞান ফেরার পর তিনি নিজেকে পূর্বাচলের শেখ হাসিনা স্টেডিয়ামের পাশে একটি নির্জন জায়গায় দেখতে পান।
পুলিশ জানায়, শুক্রবার জুমার নামাজের পর স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে উত্তরার চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ভর্তি করে।
মাওলানা মামুন তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং সম্প্রতি জুলাই মাসে উত্তরায় গণ-আন্দোলনে সক্রিয় ছিলেন।
ঘটনার বিষয়ে তুরাগ থানায় ২২ সেপ্টেম্বর একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন তার স্ত্রী খাদিজা বেগম।



