বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল মাত্র ১৩৬ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে এই রান তাড়া করা সাধারণত খুব কঠিন নয়। তবে ব্যাটিং ব্যর্থতায় ১১ রানে হেরে গেছে বাংলাদেশ। এই হারের ফলে টুর্নামেন্টের ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে গেল লিটন দাসের দলের।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ ফিল সিমন্স বলেন,
“ব্যাটসম্যানরা সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। শট নির্বাচনে ভুল ছিল। সব দলেই কখনো না কখনো এমন খারাপ দিন আসে, আজ আমাদের সেই দিন গেছে।”
এই ম্যাচে ব্যাটিং অর্ডারে ৪ নম্বরে নামেন শেখ মাহেদি হাসান, যিনি সাধারণত নিচের দিকে ব্যাট করেন। অনেকেই এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। জবাবে কোচ বলেন,
“তখন পাওয়ারপ্লে চলছিল, তাই এমন একজনকে দরকার ছিল যে ফাস্ট বোলারদের ভালো খেলতে পারে।”
রান তাড়ার সময় বাংলাদেশ দল শুরু থেকেই তাড়াহুড়ো করে ব্যাটিং করে, যা নিয়েও কথা বলেন সিমন্স।
“আমাদের নির্দিষ্ট কোনো ওভারের মধ্যে ম্যাচ জেতার দরকার ছিল না। শুধু ধীরে-সুস্থে খেললেই জয় সম্ভব ছিল।”
দলের অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতি বড় প্রভাব ফেলেছে বলেও জানান কোচ। তাঁর মতে, লিটনের মতো একজন অভিজ্ঞ ব্যাটার থাকলে পরিস্থিতি ভিন্ন হতে পারত।



