শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeসারাদেশখাগড়াছড়িতে সেনাবাহিনীর গাড়িতে হামলা-ভাঙচুর

খাগড়াছড়িতে সেনাবাহিনীর গাড়িতে হামলা-ভাঙচুর

খাগড়াছড়িতে মারমা স্কুলছাত্রী ধর্ষণের বিচার দাবিতে এবং পাহাড়ে জুম্ম নারী নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ ও মহাসমাবেশ করেছে জুম্ম ছাত্র-জনতা। শুক্রবার বেলা ১১টায় খাগড়াছড়ি সরকারি কলেজে সমাবেশ শেষে তারা শহরে মিছিল বের করে চেঙ্গি স্কোয়ারে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করা হয় এবং সেনাবাহিনীর একটি টহল গাড়িতে হামলা চালানো হয়।

বক্তব্যে জুম্ম ছাত্র-জনতার প্রতিনিধিরা বলেন, পাহাড়ে নারী ধর্ষণের সুষ্ঠু বিচার না হওয়ায় অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে, ফলে একই ঘটনা ঘটতে থাকে। তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

গত মঙ্গলবার সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভিকটিমের বাবা তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন। পুলিশ সেনাবাহিনীর সহযোগিতায় শয়ন শীল নামে একজনকে আটক করেছে। আদালত তাকে ছয় দিনের রিমান্ডে পাঠিয়েছে।

এর আগে বৃহস্পতিবারও ধর্ষণের প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতা আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments