কুমিল্লা, ৩০ সেপ্টেম্বর:
কুমিল্লা মহানগরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পূজা মনিটরিং সেলের সদস্যদের নিয়ে স্থানীয় পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেছেন দলের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা অঞ্চল তত্ত্বাবধায়ক নাভিদ নওরোজ শাহ্।
এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দায়িত্বরত প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা কমিটির সৈয়দ আহসান টিটু, আব্দুস সামাদ, তাসনীম তিশা, মোজাহিদুল ইসলাম, মহানগর কমিটির মো. ইফতেখার, এসবি জুয়েল, মোহাম্মদ জায়েদ, শ্রমিক উইং এর আমির হোসেন, ছাত্র নেতা মোস্তফা আহমেদ, অনিকসহ অন্যান্য সহযোদ্ধারা।



