শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeআন্তর্জাতিকজাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর:
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার সকালে জাতিসংঘের সদরদপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান উপদেষ্টা জানান, আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় প্রবেশ করবে। তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতি অন্তর্বর্তী সরকারের অঙ্গীকারের কথা মহাসচিবকে অবহিত করেন এবং নির্বাচনে জাতিসংঘের সহযোগিতা কামনা করেন। জবাবে মহাসচিব বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম এ তথ্য জানান।

এর আগে ড. ইউনূস আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের সঙ্গে হোটেলে বৈঠক করেন। সেখানে তিনি বাংলাদেশ সফর অব্যাহত রাখতে মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান। রবার্ট এফ. কেনেডি হিউম্যান রাইটসের চেয়ারম্যান কেরি কেনেডির নেতৃত্বে মানবাধিকার সংগঠনের প্রতিনিধিদল এ বৈঠকে অংশ নেয়।

প্রধান উপদেষ্টা প্রতিনিধিদলকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি, গুরুত্বপূর্ণ খাতে চলমান সংস্কার উদ্যোগ এবং মানবাধিকার উদ্বেগ মোকাবেলায় গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, “আমরা সম্পূর্ণ ভেঙে পড়া একটি ব্যবস্থা দিয়ে শুরু করেছিলাম। গত বছর সংঘটিত হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘের মানবাধিকার অফিসকে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং তাদের প্রতিবেদনে অনেক তথ্য প্রকাশ পেয়েছে।”

তিনি আরও জানান, জোরপূর্বক গুমের ঘটনা তদন্তের জন্য একটি কমিশন প্রতিষ্ঠা করা হয়েছে। বহু বছর ধরে ভয়াবহ ঘটনা ঘটেছে, মানুষকে ‘আয়নাঘরে’ আটক রাখা হয়েছে, অনেকেই জানতেন না কেন তারা সেখানে। যদিও কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন এখনো জমা পড়েনি, তবে নিয়মিত আপডেট দেওয়া হচ্ছে। গুমের শিকাররা এখন তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ করতে পারছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments