শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeআন্তর্জাতিকনেপালের সাবেক প্রধানমন্ত্রী অলির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা

নেপালের সাবেক প্রধানমন্ত্রী অলির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:২২

নেপালে জেন-জি বিক্ষোভের জেরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে অন্তর্বর্তী সরকার। তাঁর পাসপোর্টসহ আরও চারজন শীর্ষ কর্মকর্তার ভ্রমণ দলিল জব্দ করা হয়েছে। সোমবার অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ওম প্রকাশ এ তথ্য নিশ্চিত করেছেন। খবর দ্য কাঠমান্ডু পোস্ট।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বিক্ষোভ চলাকালে দমন-পীড়নের তদন্তকারী বিচার বিভাগীয় কমিশনের সুপারিশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ৮ সেপ্টেম্বর নিউ বানেশ্বরের ফেডারেল পার্লামেন্ট ভবন ও আশপাশে অনুষ্ঠিত বিক্ষোভে পুলিশের গুলিতে ১৯ তরুণ নিহত হন। পরবর্তীতে দমন-পীড়নের কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭৫ জনে। এরই ধারাবাহিকতায় অলি সরকারের পতন ঘটে।

বিচার বিভাগীয় কমিশনের সদস্য বিজ্ঞান রাজ শর্মা জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী অলি ছাড়াও ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় এসেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক, সাবেক স্বরাষ্ট্রসচিব গোকর্ণ মণি দুওয়াদি, জাতীয় তদন্ত বিভাগের সাবেক প্রধান হুতরাজ থাপা এবং কাঠমান্ডুর সাবেক প্রধান জেলা কর্মকর্তা ছাবি রিজাল।

তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, এমনকি কাঠমান্ডু ত্যাগেও বাধা রয়েছে। কমিশনের চেয়ারম্যান গৌরী বাহাদুর কার্কি জানিয়েছেন, তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে এক রাজনৈতিক সভায় সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি বলেন, দেশকে বর্তমান সরকারের হাতে ছেড়ে পালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা তাঁর নেই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments