শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeরাজনীতিঅন্যান্যএনসিপি ও জাতীয় লীগকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন

এনসিপি ও জাতীয় লীগকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন

ঢাকা | মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয় লীগকে প্রাথমিকভাবে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, “এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ নিবন্ধনের শর্ত পূরণ করেছে। এখন পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে। আপত্তি না থাকলে তাদের নিবন্ধন চূড়ান্ত হবে।”

ইসি সূত্রে জানা গেছে, এনসিপি প্রতীক তালিকা থেকে একটি প্রতীক বেছে নেবে এবং তা নিশ্চিত করার পর ইসির পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এর আগে সরেজমিন তদন্তে ২২টি দলের কার্যক্রম পর্যালোচনা করা হয়। এর মধ্যে দুটি দল প্রাথমিকভাবে নিবন্ধনের জন্য যোগ্য বিবেচিত হয়েছে।

আইন অনুযায়ী, নিবন্ধনের জন্য কোনো দলের একটি কেন্দ্রীয় কমিটি, ন্যূনতম এক-তৃতীয়াংশ জেলা কমিটি ও ১০০টি উপজেলা কমিটি থাকতে হয়। প্রতিটি কমিটিতে কমপক্ষে ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ জমা দেওয়াও বাধ্যতামূলক।

ইসি সচিব আরও জানান, তিনটি দলের বিষয়ে অধিকতর পর্যালোচনা চলবে। নয়টি দলের ক্ষেত্রে অতিরিক্ত তথ্যানুসন্ধান হবে এবং সাতটি দল যাচাই-বাছাইয়ে বাদ পড়েছে। এছাড়া আদালতের আদেশে একটি দল নিবন্ধন পাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments