শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeরাজনীতিজামায়াতছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে নওগাঁ জামায়াত নেতা বহিষ্কার

ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে নওগাঁ জামায়াত নেতা বহিষ্কার

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫,

মাদরাসা ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোনায়েমকে দল থেকে বহিষ্কার করেছে জেলা জামায়াত। একইসঙ্গে তার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নও বাতিল করা হয়েছে।

নওগাঁ জেলা জামায়াতের আমির খন্দকার মুহাম্মদ আবদুর রাকিব জানান, গত ২৮ সেপ্টেম্বর রাতে এক জরুরি সভায় তদন্ত কমিটির প্রতিবেদন উপস্থাপনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, নৈতিক স্খলনের কারণে মোনায়েমকে বহিষ্কার করা হয়েছে।

সম্প্রতি এনায়েতপুর দাখিল মাদরাসার কয়েকজন ছাত্রী যৌন হয়রানির অভিযোগ করলে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদনে মোনায়েম হোসাইনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাকে বহিষ্কার করা হয়।

জেলা আমির আরও জানান, তদন্তে ওই মাদরাসার শিক্ষকদের অভ্যন্তরীণ কোন্দলের বিষয়ও উঠে এসেছে। তবে সেসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের। এখন থেকে মোনায়েম হোসাইনের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই বলেও তিনি স্পষ্ট করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments