শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeজাতীয়জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে ঢাকায় ফিরছেন প্রধান উপদেষ্টা

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে ঢাকায় ফিরছেন প্রধান উপদেষ্টা

ই নিউজ বিডি
প্রকাশ: ১ অক্টোবর ২০২৫, সকাল ১০:০৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টা ১০ মিনিটে তিনি নিউইয়র্ক ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার। জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সফরের সময় তিনি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর-এর সঙ্গে বৈঠক করেছেন। এছাড়া বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত “সোশ্যাল বিজনেস, ইয়ুথ অ্যান্ড টেকনোলজি” শীর্ষক সাইড ইভেন্টে তিনি বক্তব্য দেন। পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনেও ভাষণ রাখেন। এ সময় বিশ্বের বিভিন্ন দেশের সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাবেক প্রধানদের সঙ্গেও তার বৈঠক হয়।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের চলমান গণতান্ত্রিক রূপান্তর ও সংস্কার কর্মসূচিকে পূর্ণ সমর্থন জানান। ড. ইউনূস আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে বাংলাদেশে আরও ঘন ঘন সফরের আহ্বান জানান।

এছাড়া, মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশ সাত দফা প্রস্তাব উত্থাপন করে। এতে অংশ নেয় অন্তত ৭৫টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, যাদের মধ্যে কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধানও ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments