শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeজাতীয়আ.লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা শিগগিরই উঠছে না: আইন উপদেষ্টা আসিফ নজরুল

আ.লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা শিগগিরই উঠছে না: আইন উপদেষ্টা আসিফ নজরুল

ই নিউজ বিডি
প্রকাশ: ১ অক্টোবর ২০২৫, বিকেল ৩:০০

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, আওয়ামী লীগের কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিগগিরই প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই। বুধবার দুপুরে বরিশালে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সাধারণত কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ হলে তা অস্থায়ী নাকি স্থায়ী—এই প্রশ্ন ওঠে। তবে বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের ওপর দেওয়া নিষেধাজ্ঞা শিগগিরই উঠিয়ে নেওয়ার কোনো সম্ভাবনা নেই বলে মনে করছি।

বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার দেওয়া সাক্ষাৎকার প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। পাহাড়ি অশান্তি প্রসঙ্গে তিনি আরও বলেন, পাহাড় অশান্ত করার চেষ্টা হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments