ই নিউজ বিডি
প্রকাশ: ১ অক্টোবর ২০২৫
কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে মানব পাচারকারীদের একটি গোপন আস্তানা থেকে সাত নারী ও এক শিশুকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। সাগরপথে মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে তাদের সেখানে আটকে রাখা হয়েছিল।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, মঙ্গলবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথ অভিযান চালায়। অভিযানে টেকনাফের বাহারছড়া জুম্মাপাড়া পাহাড় সংলগ্ন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।



