শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeরাজনীতিতারেক রহমানের শাস্তি চাওয়া সেই ডাক্তার এখন ইউনাইটেডের প্রধান

তারেক রহমানের শাস্তি চাওয়া সেই ডাক্তার এখন ইউনাইটেডের প্রধান

বেসরকারি ইউনাইটেড হাসপাতালের বিজ্ঞাপনে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মহসীন আহমেদকে ইউনাইটেড কার্ডিয়াক সেন্টারের প্রধান পরামর্শক ও পরিচালক হিসেবে দেখানো হয়েছে। সম্প্রচারিত বিজ্ঞাপনটি প্রকাশিত হওয়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে—কারণ গত বছরে ডা. মহসীন তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি চান বলে মন্তব্য করে বিতর্কে ছিলেন।

ডা. মহসীন ওই সময় একটি ফেসবুক পোস্টে লিখেছিলেন, দেশের শান্তির স্বার্থে তারেককে ফিরিয়ে এনে শাস্তি দিতে হবে; এছাড়া ছাত্ররাজনীতিতে শিশু–কিশোরদের ব্যবহার না করার জন্যও তিনি মন্তব্য করেছিলেন। পরে তিনি কিছু নির্বাচনী ও রাজনৈতিক বিষয় সম্পর্কে সমালোচনামূলক বক্তব্যও দেন। বিতর্ক ওঠার পর ডা. মহসীন দাবি করেন যে ব্যক্তিগত আক্রোশ থেকে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চলছে এবং তিনি পেশাদার চিকিৎসক হিসেবে রোগী দেখেন ও পড়ান। তবে তথ্য বিশেষজ্ঞদের এক পর্যবেক্ষণে বিতর্কিত পোস্টগুলো তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকেই প্রকাশিত হওয়ার তথ্য পাওয়া গেছে।

ইউনাইটেড হাসপাতাল বিজ্ঞাপনে তাকে কেন্দ্রীয় ভূমিকায় দেখানোর পর থেকে নেটিজেন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার সৃষ্টি হয়েছে—কিছু ক্ষেত্রে সমালোচনাও করছে কেউ কেউ হাসপাতালের বিজ্ঞাপন নেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। ডা. মহসীন বা ইউনাইটেড হাসপাতালের পক্ষ থেকে এই ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পেয়েছেন কি না সে বিষয়টি এখনও প্রকাশ্যে সর্বত্র নিশ্চিত করা হয়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments