শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeরাজনীতিঅন্যান্যইইউ ইলেকশন এক্সপ্লোরেটরি মিশনের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের বৈঠক

ইইউ ইলেকশন এক্সপ্লোরেটরি মিশনের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের বৈঠক

বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা সুগম করতে এবং স্বৈরতন্ত্রের স্থায়ী বিলোপ নিশ্চিত করতে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR)-কেই একমাত্র সমাধান বলে মত দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

২ অক্টোবর, বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন এক্সপ্লোরেটরি মিশনের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিক বিষয় উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত জনাব গোলাম মসিহ। দলের পক্ষে আরও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এসিস্ট্যান্ট প্রফেসর ইমতিয়াজ আহমেদ সজল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল খাইরুল আহসান মারজান এবং আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য সচিব মো: রাজন সিকদার।

ইইউ এক্সপ্লোরেটরি মিশনের টিম লিডার ম্যাটি বাক্কেন এবং লিগ্যাল এডভাইজর ম্যানুয়েল ওয়ালি বৈঠকে উপস্থিত ছিলেন। তারা আগামি জাতীয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল পাঠানোর সম্ভাবনা, রাজনৈতিক দলগুলোর অবস্থান ও প্রত্যাশা নিয়ে মতবিনিময় করেন।

বৈঠকে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দল বিগত নির্বাচনের অভিজ্ঞতা, চলমান রাজনৈতিক আন্দোলন ও রাষ্ট্র পরিচালনায় জনগণের মতামতের সঠিক প্রতিফলনের জন্য PR ব্যবস্থা চালুর গুরুত্ব তুলে ধরে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments