শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeসর্বশেষহ্যাকড হওয়ার ১২ ঘণ্টা পর ফেসবুক পেজ উদ্ধার করলো ইসলামী ব্যাংক

হ্যাকড হওয়ার ১২ ঘণ্টা পর ফেসবুক পেজ উদ্ধার করলো ইসলামী ব্যাংক

হ্যাকড হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে পেজটি উদ্ধার সম্ভব হয়েছে বলে জানিয়েছে ব্যাংকের জনসংযোগ বিভাগ। বিভাগের প্রধান নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, ভোরে পেজটি হ্যাক হয় এবং দিনভর ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পর নিয়ন্ত্রণ ফেরত পাওয়া যায়। বর্তমানে পেজটি স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।

হ্যাকড হওয়ার পর হ্যাকার গ্রুপ ‘MS 470 X’ পেজের প্রোফাইল ও কভার ছবি পরিবর্তন করে নিজেদের লোগো যুক্ত করে এবং চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহালের দাবি জানিয়ে একটি পোস্ট দেয়, যদিও কিছু সময় পর সেটি মুছে ফেলা হয়।

সম্প্রতি ইসলামী ব্যাংকে ব্যাপক ছাঁটাই কার্যক্রম চলছে ৪ শতাধিক কর্মকর্তা বরখাস্ত এবং প্রায় ৫ হাজার কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। এই প্রেক্ষাপটে পেজ হ্যাকড হওয়াকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments