টেকনাফের গহীন পাহাড় থেকে অপহৃত ৩৯ জন নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ে যৌথ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এসময় দুইজন মানবপাচারকারীকে আটক করা হয়।
কোস্টগার্ড পূর্ব জোন শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অপহরণকারী ও মানবপাচারকারী চক্র বিভিন্ন প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া পাঠানোর নাম করে নারী-শিশুসহ অসহায় মানুষদের পাহাড়ে আটকে রাখে। সেখানে অস্ত্রের মুখে জিম্মি করে মুক্তিপণ আদায় এবং বিপুল অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছিল।
অভিযানে উদ্ধার হওয়া ৩৯ জনের মধ্যে রয়েছেন— ১৮ জন রোহিঙ্গা নারী, ১১ জন রোহিঙ্গা পুরুষ, আটজন রোহিঙ্গা শিশু ও দুইজন বাঙালি পুরুষ। উদ্ধার ব্যক্তিদের পরিবারের কাছে হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সংস্থাটি জানায়, গত ১৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ধারাবাহিক অভিযানে নৌবাহিনী ও কোস্টগার্ড মোট ১৩৪ জনকে পাচারকারীদের হাত থেকে উদ্ধার করেছে।



