ভোলার চরফ্যাশন ও মনপুরায় অসহায় ও দরিদ্র মানুষের জন্য পাঁচ দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন করেছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। এ সময় তিনি স্থানীয় একাধিক মসজিদেও আর্থিক অনুদান প্রদান করেন।
৩০ সেপ্টেম্বর শুরু হওয়া এ মেডিকেল ক্যাম্পে প্রায় ১০ হাজার মানুষ বিনামূল্যে চোখের চিকিৎসা নেন। আধুনিক যন্ত্রে চোখ পরীক্ষা, ঔষধ ও চশমা বিতরণের পাশাপাশি ছানি রোগীদের বাছাই করে পর্যায়ক্রমে অপারেশনের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন,
“চরফ্যাশন ও মনপুরায় সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির কোনো স্থান হবে না। আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই।”
তিনি আশা প্রকাশ করেন, বিএনপি থেকে মনোনয়ন পেলে চরফ্যাশন-মনপুরাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলবেন।



