শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeআন্তর্জাতিকগ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটক: গভীর নিন্দা বাংলাদেশের

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটক: গভীর নিন্দা বাংলাদেশের

গাজার উদ্দেশে মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে আন্তর্জাতিক জলসীমায় আটকানোর ঘটনায় গভীর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আটক মানবিক সহায়তাকর্মী ও কর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং তাদের নিরাপত্তা ও সুস্থতার নিশ্চয়তা নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি দখলদার বাহিনী এ ফ্লোটিলাকে আটক করেছে, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং ক্ষুধাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহারের ভয়াবহ উদাহরণ।

বাংলাদেশ জোর দিয়ে জানায়, এই মানবিক সহায়তা বহর ফিলিস্তিনি জনগণের প্রতি বৈশ্বিক সংহতির প্রতীক। গাজার বেসামরিক মানুষ বহুদিন ধরে মৌলিক অধিকার ও জীবিকা থেকে বঞ্চিত হচ্ছে। তাই ফ্লোটিলাকে গাজায় প্রবেশের পূর্ণ স্বাধীনতা দিতে হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ ইসরায়েলকে গাজা ও পশ্চিম তীরের অবৈধ দখলদারিত্ব সমাপ্ত করতে, আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে এবং গাজায় চলমান গণহত্যা ও মানবিক অবরোধ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানাচ্ছে।

বাংলাদেশ সরকার ও জনগণ ফিলিস্তিনের প্রতি অটল সংহতি পুনর্ব্যক্ত করেছে এবং এ ভয়াবহ দুর্দশার সময়ে ফিলিস্তিনি জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments