রাজধানীর হাজারীবাগে আমেরিকা থেকে গ্র্যাজুয়েশন করা এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুণীর নাম বিদ্যাধরী সূর্য প্রসাদ দাস (২৫)। শুক্রবার বিকেলে মিতালি রোডের নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, পাঁচ বছর আমেরিকায় পড়াশোনা শেষে তিনি গত বছর দেশে ফিরে আসেন। পরিবারের সঙ্গে থাকলেও বেশিরভাগ সময় নিজ কক্ষে একা থাকতেন। গত ১ অক্টোবর সন্ধ্যার পর থেকে তিনি রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। শুক্রবার সকালেও সাড়া না পেলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে বিকেলে পুলিশ দরজা খুলে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। তবে মৃত্যুর সঠিক কারণ তদন্ত ও ময়নাতদন্ত শেষে জানা যাবে।
এদিকে, একই দিনে রাজধানীর গেন্ডারিয়ায় আব্দুল জলিল (৬০) নামে এক রিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বেলা সোয়া বারোটার দিকে ফরিদাবাদের একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত জলিল গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মৃত বাসত উল্লাহর ছেলে।
উভয় ঘটনায় পৃথক অপমৃত্যুর মামলা করেছে পুলিশ।



