শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeজাতীয়আধুনিক যুগের বড় ফিতনা ট্রান্সজেন্ডারিজম: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ...

আধুনিক যুগের বড় ফিতনা ট্রান্সজেন্ডারিজম: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

ট্রান্সজেন্ডারিজমকে আধুনিক যুগের বড় ফিতনা হিসেবে উল্লেখ করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, “একজন ছেলের লিঙ্গ আছে, দাড়ি আছে। কিন্তু সে ইনজেকশন নিয়ে গলার কণ্ঠ পরিবর্তন করে ফেলে, দাড়ি কমিয়ে ফেলে নারী সাজে। কপালে টিপ, হাতে চুড়ি, শাড়ি ও থ্রি-পিস পরবে আর বলবে আমি নারী। কিন্তু হাজার বার বললেও কাপড়ের ভেতরের লিঙ্গ বদলানো যাবে না।”

বৃহস্পতিবার সন্ধ্যায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্বগেটে অনুষ্ঠিত ইসলামী বইমেলায় প্রফেসর ড. আহমদ আলী রচিত ‘আধুনিক চিন্তাধারা ও মতবাদ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

ড. খালিদ হোসেন বলেন, “একটা জনপ্রিয় মতবাদ আছে, বস্তুবাদ। আমরা জানি না বস্তুবাদ বলতে কি। উদারতাবাদ, মানবতাবাদ—কথাগুলো সুন্দর শোনায়, কিন্তু ভিতরে অন্য কিছু লুকানো থাকে। যুক্তিবাদ ও মুক্তচিন্তা যখন আল্লাহ বা আখিরাতকে অস্বীকারে গড়ায়, তখন তা ইসলামের সাথে সাংঘর্ষিক হয়ে যায়।”

তিনি আরও বলেন, “সেক্যুলারিজম, আধুনিকতাবাদ, জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদ—এসবের ইতিবাচক ও নেতিবাচক দিক আছে। বিশ্বায়ন শব্দটি শুনতে ভালো লাগে, কিন্তু এর ভেতরে অনেক কিছু আছে যা এই বইতে বিস্তারিত আলোচনা করা হয়েছে।”

ড. খালিদ হোসেন জ্ঞান ও গবেষণার গুরুত্বও তুলে ধরেন। তিনি বলেন, “মানবসভ্যতার অগ্রযাত্রায় জ্ঞান অন্যতম চালিকা শক্তি। গবেষণাধর্মী বই নতুন দিক উন্মোচন করে, লেখক তার অনুসন্ধান ও উপলব্ধি পাঠকের কাছে পৌঁছে দেন। এর মাধ্যমে জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ হয়, নতুন প্রজন্ম তাদের চিন্তা বিকশিত করতে পারে এবং জটিল সমস্যার সমাধান খুঁজে পায়।”

উপদেষ্টা আরও যোগ করেন, “গবেষণার মূল উদ্দেশ্য হলো অজানাকে জানা ও বিদ্যমান জ্ঞানের পরিধি সম্প্রসারণ করা। গবেষণাধর্মী গ্রন্থ শুধুই বই নয়; এটি যুগের দর্পণ ও ভবিষ্যতের আলোকবর্তিকা।”

বইমেলা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাবিদ, গবেষক ও পাঠকরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments