ওয়াশিংটন/গাজা, রিপোর্টার্স রিপাবলিক — মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন, যাতে দ্রুত ও নিরাপদে বন্দি জিম্মিদের মুক্তি নিশ্চিত করা যায়। স্থানীয় সময় শুক্রবার এই আহ্বান জানান তিনি— এটি এমন এক সময় যখন হামাস মার্কিন পরিকল্পনার কিছু শর্ত মেনে নিয়ে জিম্মিদের মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে। খবর রয়টার্সের।
ট্রাম্প তার বক্তব্যে বলেছেন, এটি শুধুই গাজার প্রশ্ন নয়, বরং দীর্ঘ প্রতীক্ষিত মধ্যপ্রাচ্যের স্থায়ী শান্তির দিকেও এগোনোর সুযোগ। তিনি বলেন, হামাস পূর্বশর্ত মেনে নিলে সেখান থেকেই এগোয়া যাবে; আর প্রয়োজনে আরও আলোচনার মাধ্যমে বিষয়গুলো চূড়ান্ত করা হবে। তবে নিরস্ত্রীকরণ ও অন্যান্য জটিল ইস্যু এখনও মীমাংসিত হয়নি।
ইসরায়েলের পক্ষ থেকে সোমবার পর্যন্ত পরিকল্পনা না মানলে গুরুতর পরিণতি ভোগ করতে হবে— এমন হুঁশিয়ারি থাকার পরেই হামাস শুক্রবার মার্কিন উদ্যোগে ২০ দফার জবাব দিয়েছে বলে বিশেষ সূত্রে জানা যায়।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, হামাসের প্রতিক্রিয়ার পর তারা ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে জিম্মিদের মুক্তির প্রস্তুতি নিচ্ছে।
তবে ট্রাম্পের আহ্বানের পরও তাত্ক্ষণিকভাবে স্থায়ী আ(parsed) স্থগিত ও সহিংসতা বন্ধ দেখা যায়নি— গাজার বাসিন্দারা জানিয়েছেন, ট্রাম্পের বার্তার পরও ইসরায়েলি ট্যাংক গাজার তালাতিনি সড়কে গোলাবর্ষণ চালায়। রিমাল এলাকায় কয়েকটি বাড়ি লক্ষ্য করে হামলার খবর পাওয়া গেছে এবং খান ইউনুসেও বিমান হামলার সূত্র মিলেছে।
এ অবস্থায় আন্তর্জাতিক পর্যায়ে শান্তিচিন্তা ও কূটনৈতিক চেষ্টাগুলো তীব্র সুযোগ-চ্যালেঞ্জের মুখে পড়েছে; বন্দিরা মুক্তি পাবে কীভাবে এবং কী শর্তে— সেই বিষয়গুলো এখনো বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
(রয়টার্স সংবাদসহ স্থানীয় সূত্রের তথ্যের ভিত্তিতে রিপোর্ট.)



