শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeজাতীয়সেপ্টেম্বরে ৪৪৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৭, আহত ৬৮২

সেপ্টেম্বরে ৪৪৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৭, আহত ৬৮২

গত সেপ্টেম্বর মাসে সারাদেশে ৪৪৬টি সড়ক দুর্ঘটনায় ৪১৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৬৮২ জন। নিহতদের মধ্যে নারী ৬৩ জন ও শিশু ৪৭ জন। মোট ১৫১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৪৩ জন নিহত হয়েছেন, যা মোট প্রাণহানির ৩৪ দশমিক ২৯ শতাংশ।

শনিবার রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৩ দশমিক ৮৫ শতাংশ। পথচারী নিহত হয়েছেন ১১২ জন (২৬ দশমিক ৮৫ শতাংশ) এবং চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৬ জন (১৩ দশমিক ৪২ শতাংশ)।

এছাড়া, সেপ্টেম্বরে ১৭টি নৌ-দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৬ জন নিখোঁজ রয়েছেন। রেলপথে ২৯টি দুর্ঘটনায় ২৭ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন।

বিভাগওয়ারী বিশ্লেষণে দেখা যায়,

  • ঢাকা বিভাগে দুর্ঘটনা ২৮.৬৯% এবং প্রাণহানি ২৯.৭%
  • রাজশাহী বিভাগে দুর্ঘটনা ১৮.৮৩% ও প্রাণহানি ১৮.৯৪%
  • চট্টগ্রাম বিভাগে দুর্ঘটনা ২৪% ও প্রাণহানি ২২.৩০%
  • খুলনা বিভাগে দুর্ঘটনা ৬.৭২% ও প্রাণহানি ৬.২৩%
  • বরিশাল বিভাগে দুর্ঘটনা ৩.৫৮% ও প্রাণহানি ৩.৩৫%
  • সিলেট বিভাগে দুর্ঘটনা ৮.২৯% ও প্রাণহানি ৮.৮৭%
  • রংপুর বিভাগে দুর্ঘটনা ৪.৪৮% ও প্রাণহানি ৫.৩%
  • ময়মনসিংহ বিভাগে দুর্ঘটনা ৫.৩৮% ও প্রাণহানি ৫.৫১%

সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে—১২৮টি দুর্ঘটনায় প্রাণ গেছে ১২৪ জনের। সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে বরিশাল বিভাগে—১৬টি দুর্ঘটনায় নিহত ১৪ জন।

একক জেলা হিসেবে চট্টগ্রাম জেলায় সর্বাধিক ৫২টি দুর্ঘটনায় নিহত ৪৫ জন। অন্যদিকে মাগুরা জেলায় সবচেয়ে কম—৮টি দুর্ঘটনায় প্রাণহানি মাত্র ১ জনের।

রাজধানী ঢাকায় ৪২টি সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments