ঢাকা, ৪ অক্টোবর:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, যারা মসজিদে নামাজে নেতৃত্ব দেন তাদের সমাজের কল্যাণমূলক কাজেও নেতৃত্ব দিতে হবে। দেশের ওলামায়ে কেরাম জাতির নেতৃত্ব প্রদান করলে জাতি, সমাজ ও রাষ্ট্র কল্যাণের পথে এগিয়ে যাবে এবং একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
শনিবার (৪ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর মগবাজার আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত বিশিষ্ট দাঈ ও ওয়ায়েজ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশের জনসংখ্যার ৯০ ভাগেরও বেশি মুসলমান। এখানে যুগযুগ ধরে বিভিন্ন ধর্মের মানুষ শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। আমরা ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজনের পক্ষে নই।”
ইসলামী দল ও শক্তির ঐক্যের প্রসঙ্গে তিনি বলেন, “দেশবাসীর কাম্য হলো ইসলামী শক্তির ঐক্য। তাই বিভেদ সৃষ্টিকারী কোনো বক্তব্য থেকে বিরত থাকতে হবে।”
দাঈ ও ওয়ায়েজদের উদ্দেশে তিনি আরও বলেন, “আপনারা দাঈ-ইলাল্লাহ, তাই অবশ্যই বিনয়ী হতে হবে। আল্লাহ বিনয়ী লোকদের ভালোবাসেন। কোনোভাবেই বাহাস বা আত্মঘাতী বিতর্কে জড়ানো যাবে না। আমাদের দায়িত্ব হলো মানুষকে আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করা এবং এ দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।”
তিনি দাঈদের আধুনিক জ্ঞান-বিজ্ঞানে পারদর্শী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের বিবেককে জাগ্রত করতে হবে। কুরআনের পূর্ণাঙ্গ জীবনবিধান মানুষের সামনে তুলে ধরতে হবে। সমাজে সবার অধিকার নিশ্চিত করতে হবে।”
সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় উলামা বিভাগীয় কমিটির সভাপতি মাওলানা আবদুল হালিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
এছাড়া বক্তব্য রাখেন মাওলানা যাইনুল আবেদীন, মাওলানা সাইয়েদ কামাল উদ্দিন জাফরী ও মাওলানা আব্দুল হামিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও উলামা বিভাগীয় কমিটির সেক্রেটারি ড. মাওলানা খলিলুর রহমান মাদানী।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তার বক্তব্যে বলেন, “আমাদের কথা ও কাজে মিল থাকতে হবে। কুরআন-সুন্নাহর ভিত্তিতে মানুষের কাছে ইসলামের সঠিক দাওয়াত পৌঁছে দিতে হবে। বিতর্কিত বক্তব্য থেকে বিরত থেকে ইসলামী শরিয়াহ ও দ্বীনের সঠিক ব্যাখ্যা জনগণের সামনে উপস্থাপন করতে হবে।”



