শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeচাকরিবাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে ৪৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু ৭ অক্টোবর

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে ৪৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু ৭ অক্টোবর

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) তাদের রাজস্ব বাজেটভুক্ত ২৭ ক্যাটাগরির মোট ৪৯ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১০তম থেকে ২০তম গ্রেড পর্যন্ত বিভিন্ন পদে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হচ্ছে আগামী ৭ অক্টোবর এবং শেষ হবে ৩০ অক্টোবর ২০২৫ পর্যন্ত।

পদ ও শিক্ষাগত যোগ্যতার সংক্ষিপ্ত বিবরণ

  1. সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (স্থায়ী) – ১ পদ, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা, সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা, বেতন ১৬,০০০-৩৮,৬৮০ টাকা (গ্রেড-১০)।
  2. সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (অস্থায়ী) – ৪ পদ, একই যোগ্যতা ও অভিজ্ঞতা, বেতন গ্রেড-১০।
  3. ডেটা অ্যানালিস্ট – ১ পদ, পরিসংখ্যান/গণিত/ভূগোল বিষয়ে স্নাতকোত্তর, কম্পিউটার ও ডেটা প্রসেসিংয়ে ২ বছরের অভিজ্ঞতা।
  4. ট্রান্সপোর্ট সুপারভাইজার – ১ পদ, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ও ৩ বছরের অভিজ্ঞতা।
  5. এসএ (ফিল্ডম্যান) – ৪ পদ, মাধ্যমিক ও কৃষিতে ডিপ্লোমা, ৩ বছরের অভিজ্ঞতা।
  6. অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান – ১ পদ, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে ডিপ্লোমা, ৩ বছরের অভিজ্ঞতা।
  7. ইউডি কাম অ্যাকাউন্ট্যান্ট – ২ পদ, বাণিজ্যে স্নাতক, ৩ বছরের অভিজ্ঞতা।
  8. অডিটর – ১ পদ, বাণিজ্যে স্নাতক, ৩ বছরের অভিজ্ঞতা।
  9. ইউডিএ কাম ক্যাশিয়ার – ১ পদ, বাণিজ্যে স্নাতক, ৩ বছরের অভিজ্ঞতা।
  10. স্টেনো টাইপিস্ট – ১ পদ, উচ্চমাধ্যমিক, টাইপিং ও কম্পিউটার দক্ষতা।
  11. অ্যাগ্রোমেট্রোলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট – ১ পদ, সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক।
  12. বেঞ্চ মেকানিক (ওয়ার্কশপ) – ১ পদ, মাধ্যমিক ও জেনারেল মেকানিক ট্রেড কোর্স, ৩ বছরের অভিজ্ঞতা।
  13. ড্রাইভার – ৩ পদ, মাধ্যমিক ও লাইসেন্সধারী, ৩ বছরের অভিজ্ঞতা।
  14. বিল ক্লার্ক – ১ পদ, উচ্চমাধ্যমিক ও ২ বছরের অভিজ্ঞতা।
  15. ট্রাক্টর ড্রাইভার – ১ পদ, মাধ্যমিক ও লাইসেন্সধারী, ২ বছরের অভিজ্ঞতা।
  16. প্লাম্বার – ২ পদ, মাধ্যমিক ও প্লাম্বিং কোর্স, ৩ বছরের অভিজ্ঞতা।
  17. পাম্প অপারেটর – ৩ পদ, মাধ্যমিক ও ইলেকট্রিক ট্রেড কোর্স, ৩ বছরের অভিজ্ঞতা।
  18. অ্যাসিস্ট্যান্ট কুক – ১ পদ, মাধ্যমিক ও ৩ বছরের অভিজ্ঞতা।
  19. ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট – ১ পদ, মাধ্যমিক ও ৩ বছরের অভিজ্ঞতা।
  20. দপ্তরি – ১ পদ, মাধ্যমিক, বাইসাইকেল চালনায় পারদর্শী ও ৩ বছরের অভিজ্ঞতা।
  21. এমএলএসএস (অফিস সহায়ক) – ৬ পদ, মাধ্যমিক।
  22. ওয়ার্কশপ অ্যাটেনডেন্ট – ২ পদ, মাধ্যমিক।
  23. ইলেকট্রিক অ্যাটেনডেন্ট – ১ পদ, মাধ্যমিক।
  24. গার্ড কাম কুক – ৩ পদ, মাধ্যমিক।
  25. সিকিউরিটি গার্ড – ৩ পদ, মাধ্যমিক।
  26. ক্যাটল কিপার – ১ পদ, অষ্টম শ্রেণি।
  27. সুইপার (পরিচ্ছন্নতাকর্মী) – ১ পদ, অষ্টম শ্রেণি।

বয়স সীমা

৩০ অক্টোবর ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীদের https://brri.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনের বাইরে অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের আবেদন করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

আবেদন ফি (সার্ভিস চার্জসহ)

  • ১০ম গ্রেড: ২২৩ টাকা
  • ১১–১২ গ্রেড: ১৬৮ টাকা
  • ১৩–১৬ গ্রেড: ১১২ টাকা
  • ১৭–২০ গ্রেড: ৫৬ টাকা
  • ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য: ৫৬ টাকা

অন্যান্য শর্ত

  • লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের এই নিয়োগ বিজ্ঞপ্তি চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ। আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments