ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, শেখ হাসিনার বিষয়ে ঢাকার সঙ্গে আলোচনায় ভারত প্রস্তুত। তিনি সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান।
প্রতিনিধি দলের পক্ষ থেকে ভারতের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে জিজ্ঞাসা করা হলে বিক্রম মিশ্রি বলেন, “শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এটি একটি আইনি ও বিচারিক বিষয়।”
তিনি আরও বলেন, “নির্বাচনের সময়সীমা ঘোষণা করে বাংলাদেশ সরকার যে বার্তা দিয়েছে, আমরা তাতে উৎসাহিত। আমরা আশা করছি নির্ধারিত সময়ে নির্বাচন হবে।”
প্রতিনিধিরা জানতে চান, আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি নির্বাচন হয়, সেই ভোটের মাধ্যমে সরকার গঠিত হলে ভারত কি সেই সরকারের সঙ্গে কাজ করবে কি না। জবাবে বিক্রম মিশ্রি বলেন, “বাংলাদেশে জনগণের ম্যান্ডেট নিয়ে যে সরকারই আসুক, আমরা তাদের সঙ্গে কাজ করব।”



