শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeরাজনীতি“দেশের ৪০টি মিডিয়া বিএনপির প্রভাবাধীন” —সারজিস আলম

“দেশের ৪০টি মিডিয়া বিএনপির প্রভাবাধীন” —সারজিস আলম

চাঁপাইনবাবগঞ্জে এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বর্তমানে দেশে প্রায় ৫০টি মিডিয়া থাকলে তার মধ্যে ৪০টিতেই বিএনপির প্রভাব রয়েছে।

মঙ্গলবার রাতে শহরের একটি রেস্তোরাঁয় জেলা সমন্বয় সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

নতুন একটি টেলিভিশন চ্যানেলের অনুমোদন প্রসঙ্গে সারজিস আলম বলেন, “শোনা যাচ্ছে সেখানে এনসিপির একজন আছেন, কিন্তু একজনের মাধ্যমে টিভি অনুমোদন পাওয়া সম্ভব নয়। সেখানে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র ব্যক্তিরাও রয়েছেন। শুধু এনসিপিকে লক্ষ্য করে প্রশ্ন তোলা উদ্দেশ্যপ্রণোদিত।”

তিনি আরও বলেন, “আমরা চাই মিডিয়া স্বাধীনভাবে কাজ করুক। সাংবাদিকেরা সত্যটা বলবেন—ভালো হোক বা খারাপ, যেটা সত্য।”

‘সেফ এক্সিট’ প্রসঙ্গে দেওয়া আগের এক বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে সারজিস আলম বলেন, “এক মিনিটের বক্তব্য থেকে তিনটি শব্দ তুলে ধরায় বিষয়টি বিকৃত হয়েছে। আমরা শুধু বলতে চেয়েছি, উপদেষ্টাদের বর্তমান দায়িত্ব ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়—এ সময়টা পেরিয়ে গেলে তাঁরাই আলোচনায় থাকবেন।”

আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার প্রসঙ্গে তিনি বলেন, “দেশ বা বিদেশে যত বৈঠকই হোক না কেন, আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ নেই।”

সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, এনসিপি শাপলা প্রতীকেই নির্বাচনে অংশ নিতে চায় এবং অন্য কোনো প্রতীক তারা মানবে না।

সভায় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, কেন্দ্রীয় সদস্য আসিফ মোস্তফা জামাল এবং জেলা সমন্বয়কারী আলাউল হক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments