শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeআন্তর্জাতিকট্রাম্প ঘোষণা: চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক, বিশ্ববাজারে অস্থিরতা

ট্রাম্প ঘোষণা: চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক, বিশ্ববাজারে অস্থিরতা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। বর্তমানে কার্যকর ৩০ শতাংশ শুল্কের সঙ্গে এটি যোগ হলে মোট শুল্ক প্রায় ১৩০ শতাংশে পৌঁছাবে। নতুন শুল্ক আগামী ১ নভেম্বর বা তার আগেই কার্যকর হতে পারে।

ট্রাম্প এই পদক্ষেপের মূল কারণ হিসেবে চীনের বিরল খনিজ রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপকে উল্লেখ করেছেন। চীনের এই পদক্ষেপকে “অর্থনৈতিকভাবে জিম্মি করার কৌশল” হিসেবে দেখছেন ট্রাম্প। ঘোষণার পর বিশ্ব পুঁজিবাজারে তাৎক্ষণিক দরপতন দেখা দিয়েছে। ডাও জোনস সূচক ৮৭৮ পয়েন্ট কমেছে, এসঅ্যান্ডপি ৫০০ সূচক ২.৭ শতাংশ হ্রাস পেয়েছে, এবং নাসডাক ৩.৫ শতাংশ কমেছে।

যুক্তরাষ্ট্র ও চীন একে অপরের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হলেও এই নতুন শুল্ক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ সুপ্রিম কোর্টের রায়ের ওপরও নির্ভর করছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments