জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা কারও আধিপত্য স্বীকার করব না, একমাত্র আল্লাহর আধিপত্য থাকবে। অতীত ভুলের পুনরাবৃত্তি হবে না, আগামী দিনের বাংলাদেশ হবে আধিপত্যমুক্ত।”
ঢাকা-১৫ আসনের কাফরুল দক্ষিণ থানার আয়োজিত সমাবেশে তিনি বলেন, দেশের অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ক্ষুদ্র দোকান থেকে বৃহৎ শিল্প মালিকদের ব্যবসা নিরাপদ ও সম্মানের সঙ্গে পরিচালনার পরিবেশ নিশ্চিত করা হবে। বিদেশি বিনিয়োগকারীরাও নিরাপদ পরিবেশে ব্যবসা করতে পারবে।
ডা. শফিকুর রহমান ভোটের সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশের ওপর জোর দিয়ে বলেন, “ভোট চাওয়ার অধিকার পাবেন শুধু সেই ব্যক্তিরা যাদের দায়িত্ব পালনের মানসিকতা রয়েছে। ভোট ডাকাতি করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা কোনো শক্তিকে ভয় পাই না, একমাত্র আল্লাহকে ভয় করি।”
তিনি আরও বলেন, জামায়াত আল্লাহর নির্দেশ ও রাসুলের পথে দেশ ও সমাজকে পরিচালনার লক্ষ্যে কাজ করবে। হালিম ফাউন্ডেশন স্কুলে অনুষ্ঠিত সমাবেশে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



