শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeজাতীয়তিন সপ্তাহ পর জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন সচিব — দায়িত্ব পেলেন এহছানুল হক

তিন সপ্তাহ পর জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন সচিব — দায়িত্ব পেলেন এহছানুল হক

তিন সপ্তাহ ধরে শূন্য থাকা জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবশেষে সচিব নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. এহছানুল হক।

তিনি এর আগে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিতে দায়িত্ব পালন করছিলেন। এখন তাঁকে একইভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার মো. মোখলেস উর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে নিয়োগ দিয়েছিল। তবে গত ২১ সেপ্টেম্বর তাঁকে বদলি করে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়। এরপর থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের পদটি শূন্য ছিল।

পদটি শূন্য থাকায় মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বদলি, পদোন্নতি ও নিয়োগ কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছিল। এমনকি বেশ কিছু আর্থিক বিষয়ও আটকে যায়। এতদিন একজন অতিরিক্ত সচিব কেবল রুটিন দায়িত্ব পালন করছিলেন।

এহছানুল হক ১৯৮২ ব্যাচের বিসিএস কর্মকর্তা। তিনি প্রশাসন ক্যাডারের অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে সরকারি বিভিন্ন দপ্তরে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

সরকারি প্রশাসনে এই নিয়োগকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সচিবালয়ে আলোচনায় বলা হচ্ছে, জাতীয় নির্বাচন ঘনিয়ে আসায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই পদটি নিয়ে বিভিন্ন মহলে টানাপোড়েন চলছিল। কারণ জেলা প্রশাসকসহ মাঠ প্রশাসনের বদলি ও পদোন্নতির মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো এই মন্ত্রণালয়ের মাধ্যমেই নেওয়া হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments